চোখ দিয়ে জল পড়া - Watery Eyes in Bengali

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

May 04, 2019

March 06, 2020

চোখ দিয়ে জল পড়া
চোখ দিয়ে জল পড়া

চোখ দিয়ে জল পড়া কি?

চোখ দিয়ে জল পড়া সাধারণত অন্তর্নিহিত কোন সমস্যার উপসর্গ বিশেষ। এটা তখন হয় যখন প্রচুর পরিমাণে চোখের জল উৎপন্ন হয় অথবা তা সঠিকভাবে নির্গত হতে না পারে। চোখের জল চোখ থেকে বাইরের পদার্থ যেমন ধুলো ধুয়ে বের করে দিতে এবং চোখ আর্দ্র রাখতে সাহায্য করে। তবে, অতিরিক্ত এবং অনিয়ন্ত্রিতভাবে চোখ থেকে জল পড়ার কারণ চোখের কোন সমস্যা বা অ্যালার্জি হতে পারে। চোখ শরীরের একটি সংবেদনশীল এবং বিশেষ ইন্দ্রিয়, এবং এরকম কোন সমস্যায় পড়লে ডাক্তারের সাথে পরামর্শ করাই সঠিক পদক্ষেপ।

এর সাথে যুক্ত প্রধান লক্ষণ এবং উপসর্গগুলি কি কি?

চোখ দিয়ে জল পড়ার উপসর্গগুলি হল:

এর প্রধান কারণগুলি কি কি?

সবচেয়ে সাধারণ কারণ হল শুষ্ক চোখ। অন্যান্য কারণগুলি হল:

  • কনজাঙ্কটিভাইটিস
  • সংক্রমণ
  • অশ্রুনালীতে প্রতিবন্ধকতা।
  • চোখের পাতা বাইরের বা ভিতরের দিকে বেঁকে যাওয়া।
  • ধুলো এবং গুঁড়ামাটির প্রতি অ্যালার্জি।
  • উজ্জ্বল আলো।
  • চোখে বাইরের পদার্থ যেমন ধূলিকণার উপস্থিতি।
  • অস্বস্তি অথবা আঘাত
  • নেত্রপল্লব চোখের ভিতরের অভিমুখে বৃদ্ধি পাওয়া।
  • চারিপাশের পরিবেশের মধ্যে রাসায়নিক পদার্থের উপস্থিতি।

চোখে অত্যধিক পরিমাণে জল পড়া অনেক সময় হাসি, হাই তোলা, বমি করা এবং চোখে ধকল পড়ার কারণেও ঘটে থাকে।

এটি কিভাবে নির্ণয় এবং চিকিৎসা করা হয়?

ডাক্তার চোখ দিয়ে জল পড়ার কারণ নির্ণয় করতে কিছু উপসর্গ ভিত্তিক প্রশ্ন জিজ্ঞাসা করবেন এবং চোখ পরীক্ষা করে দেখবেন। ডাক্তার চোখে একটি পেনলাইট পরীক্ষা করে চোখের ভিতরের ও চারিপাশের নরম টিস্যুগুলির পর্যবেক্ষণ করে দেখতে পারেন। ডাক্তার নির্ণয়টি নিশ্চিত করতে অারো কিছু চোখের পরীক্ষা করতে দিতে পারেন।

চোখ দিয়ে জল পড়ার কারণের উপর ভিত্তি করেই চিকিৎসা করা হয়। যদি জল পড়া কোন চোখের সমস্যার কারণে হয়ে থাকে, তবে তার বেশিরভাগের জন্যই অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে। যদি তা কোন অ্যালার্জির কারণে হয়ে থাকে, তবে অ্যালার্জির চিকিৎসা অথবা অস্বস্তির কারণটির চিকিৎসা, চোখ দিয়ে জল পড়া কম করতে সাহায্য করে।

চোখে কোন বাইরের পদার্থ উপস্থিত থাকলে তা চোখের ডাক্তার বার করে দিতে পারবেন। শুষ্ক চোখ তৈলাক্তকরণের জন্য উপযোগী চোখের ড্রপ দেওয়া হতে পারে। ব্যাকটেরিয়াগত সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক চোখের ড্রপ দেওয়া হয়। বাধাপ্রাপ্ত অশ্রুনালী এবং চোখের পাতায় সমস্যার মত অবস্থাগুলির জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।



তথ্যসূত্র

  1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Watery eyes.
  2. National Health Service [Internet]. UK; Watering eyes.
  3. Regents of the University of Michigan [Internet]; Penlight Exam.
  4. Cleveland Clinic. [Internet]. Cleveland, Ohio. Tear System.
  5. Nidirect [Internet]. Government of Northern Ireland; Watering eyes.

চোখ দিয়ে জল পড়া জন্য ঔষধ

Medicines listed below are available for চোখ দিয়ে জল পড়া. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Medicine Name

Price

₹225.0

Showing 1 to 0 of 1 entries