ইউভাইটিস - Uveitis in Bengali

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 03, 2019

July 31, 2020

ইউভাইটিস
ইউভাইটিস

ইউভাইটিস কাকে বলে?

ইউভিয়া (চোখের মধ্য স্তর) এবং তার চারপাশের টিস্যুগুলির স্ফীতি বা প্রদাহকে ইউভাইটিস বলে। রোগীর একটি অথবা উভয় চোখই এতে আক্রান্ত হতে পারে। সময়মত চিকিৎসা না করলে এর ফলে অন্ধত্ব ঘটতে পারে। ইউভিয়ার কোন অঞ্চলটি আক্রান্ত হয়েছে তার ভিত্তিতে এটি তিন প্রকারের হতে পারে- সম্মুখস্থ (এন্টেরিয়র), মধ্যস্থ (ইন্টারমিডিয়েট) এবং পশ্চাদস্থ (পোস্টেরিয়র)। কিছু ক্ষেত্রে, তিনটি স্তরই একসাথে আক্রান্ত হতে পারে। এটি আকস্মিক এবং ক্ষণস্থায়ী (একিউট) হতে পারে অথবা দীর্ঘস্থায়ী (ক্রনিক) বা বেশি সময়ের জন্য থাকতে পারে।

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি?

এই রোগটির কয়েকটি পরিচিত লক্ষণ এবং উপসর্গগুলি হল:

  • চোখে কম দেখা।
  • চোখে ঝাপসা দেখা।
  • চোখের সামনে কালো বিন্দু ভেসে বেড়াতে দেখা।
  • আলোর প্রতি সংবেদনশীলতা বা ফটোফোবিয়া।
  • চোখে ব্যথা এবং লাল হয়ে যাওয়া।
  • মাথা যন্ত্রণা
  • তারারন্ধ্র ছোট হয়ে যাওয়া।
  • চোখের তারার রং পরিবর্তন হওয়া।
  • চোখ দিয়ে জল পড়া

এর প্রধান কারণগুলি কি কি?

ইউভাইটিস রোগটির সঠিক কারণ এখনো জানা যায়নি। সাধারণত অটোইমিউন রোগের ক্ষেত্রে এই সমস্যাটি দেখতে পাওয়া যায় যখন শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা রোগীর চোখসহ বিভিন্ন টিস্যুর উপর আক্রমণ করে। এই রোগটি ঘটানোর জন্য দায়ী কয়েকটি কারণ নীচে দেওয়া হল:

এটি কিভাবে নির্ণয় এবং চিকিৎসা করা হয়?

এই রোগটি নির্ণয় করার জন্য চিকিৎসক রোগীর চোখ পরিষ্কার না ঝাপসা সেটি পর্যবেক্ষণ করেন। এছাড়াও কয়েকটি পরীক্ষা করা হয়ে থাকে, যেমন:

  • সাধারণ রক্ত পরীক্ষার মাধ্যমে শ্বেত রক্তকণিকার সংখ্যা ও প্রোটিনের মাত্রা নির্ণয়।
  • পুঙ্খানুপুঙ্খ শারীরিক পরীক্ষার পাশাপাশি রোগীর সম্পূর্ণ চিকিৎসার ইতিহাস সংগ্রহ করা।
  • ত্বকের পরীক্ষা।
  • চোখের ভিতরে উপস্থিত তরলের পরীক্ষা।

রোগটি নির্ণয়ের পর, এর চিকিৎসার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়, যেমন:

  • প্রদাহ কমাতে কর্টিকোস্টেরয়েড ওষুধ প্রয়োগ।
  • তারারন্ধ্র প্রসারণে সাহায্য করতে মাইড্রিয়াটিক চোখের ড্রপ।
  • সংক্রমণের ক্ষেত্রে, এন্টিবায়োটিকের ব্যবহার।
  • চোখের দৃষ্টি হারানোর ঝুঁকি থাকলে ইমিউনোসাপ্রেসেন্ট ব্যবহারের নির্দেশ দেওয়া হতে পারে।
  • গাঢ় রঙের চশমা আলোর প্রতি সংবেদনশীলতায় সাহায্য করতে পারে।



তথ্যসূত্র

  1. Cleveland Clinic. [Internet]. Cleveland, Ohio. Uveitis: Management and Treatment
  2. American Academy of Ophthalmology [internet] California, United States; Uveitis Diagnosis.
  3. National Eye Institute. Uveitis. National Institutes of Health
  4. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Eyes - uveitis
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Uveitis

ইউভাইটিস জন্য ঔষধ

Medicines listed below are available for ইউভাইটিস. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.