গলা ব্যথা - Sore Throat in Bengali

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

December 12, 2018

May 01, 2023

গলা ব্যথা
গলা ব্যথা

সারাংশ

গলা ব্যথা একটি উপসর্গ যা বাচ্চা এবং বড় উভয়ের মধ্যেই দেখা যায়। এটি সব চেয়ে সাধারণ অবস্থাগুলির মধ্যে একটা যা ডাক্তারবাবুরা বহির্বিভাগে চিকিৎসা করেন। ব্যাকটেরিয়া ও ভাইরাস সহ 200 এরও বেশি উদ্ভিজ্জাণু আছে যেগুলি গলা ব্যথার কারণ হতে পারে। যে সমস্ত জায়গায় সংক্রমণ এবং পুনঃ-সংক্রমণের ঝুঁকি আছে, যেমন জনাকীর্ণ স্থানে এবং অস্বাস্থ্যকর স্থানে যে বাচ্চারা বসবাস করে তাদের গলা ব্যথা খুবই বেশি হতে পারে। গলা ব্যথার সব চেয়ে সাধারণ কারণ হল ফ্লু বা সর্দি-কাশি। বেশির ভাগ ক্ষেত্রে একজন আক্রান্ত ব্যক্তির নাক বা মুখের লালা থেকে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ বাতাসের মাধ্যমে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। জনাকীর্ণ স্থান বা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করলে, অস্বাস্থ্যকর ভাবে  প্রস্তুত করা খাদ্য গ্রহণ করলে, রাসায়নিক, ধোঁয়া এবং যন্ত্রণাদায়ক পদার্থের সংস্পর্শে এলে গলা ব্যথা হতে পারে। গলাধ:করণ করতে অসুবিধে ছাড়াও অন্যান্য উপসর্গ যেমন জ্বর, ফুসকুড়ি বা মাথাব্যাথাও হতে পারে।

গলা ব্যথার সঠিক কারণ নির্ণয়ের জন্য চিকিৎসার বিস্তারিত ইতিহাস জানা প্রয়োজন, কারণ অন্যান্য অনেক অসুখেই গলা ব্যথা হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রেই গলা ব্যথা কোন ওষুধ ছাড়াই সেরে যায় কিন্তু অনেককেই এন্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হয়। স্ট্রেপটোকক্কাস ব্যাকটেরিয়া ঘটিত গলা ব্যথায় এন্টিবায়োটিক দিয়ে সঠিক চিকিৎসা হওয়া প্রয়োজন যাতে জটিলতা আরও বেশি না বাড়ে। অন্যান্য কারণে গলা ব্যথার আরও জটিল এবং রোগ-নির্দিষ্ট চিকিৎসা হওয়ার দরকার হতে পারে। রোগী অবিলম্বে নাকি দেরিতে এন্টিবায়োটিকের চিকিৎসা পেয়েছে কিনা তা নির্বিশেষে 1% রোগীদের গলা ব্যথায় জটিলতা হতে পারে।

গলা ব্যথা কি - What is Sore Throat in Bengali

গলা ব্যথা একটি খুবই সাধারণ উপসর্গ যা সব বয়সী মানুষের মধ্যেই দেখা যায়। এই অবস্থায় গলা লাল হয়ে যায় এবং ফুলে যায়। খাদ্য গিলতে অসুবিধে হয়। তীব্র গলা ব্যথার কারণ হচ্ছে ভাইরাস। এছাড়াও ব্যাকটেরিয়া এবং অন্যান্য সংক্রমণকারীরাও এর জন্য দায়ী। গ্রুপ এ স্ট্রেপটোকক্কাস (জি-এ-এস) হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া যা গলা ব্যথার কারণ। এই ব্যাকটেরিয়া 15% থেকে 20% বাচ্চাদের গলা ব্যথার কারণ। ভারতবর্ষেও জি-এ-এস'র ঘটনার সংখ্যা 11% থেকে 34% এর মধ্যে।

Lord Throat Kure Tablet 25gm
₹132  ₹150  12% OFF
BUY NOW

গলা ব্যথা এর উপসর্গ - Symptoms of Sore Throat in Bengali

কারণের উপর নির্ভর করে গলা ব্যথার লক্ষণ ও উপসর্গ বিভিন্ন রকমের হতে পারে। এইগুলি হল:

  • গলা ব্যথা।
  • গলায় চুলকানি
  • খাদ্য এবং/অথবা জল গিলতে অসুবিধা।
  • খাদ্য এবং/অথবা জল গিলতে অসুবিধা।
  • গলা ভাঙা।

উপরে বর্ণিত গলা ব্যথার সাধারণ অভিযোগগুলির সাথে নিম্নে বর্ণিত উপসর্গগুলিও থাকতে পারে:

গলা ব্যথা এর চিকিৎসা - Treatment of Sore Throat in Bengali

  • ব্যথার জ্বরের ওষুধ
    ভাইরাস ঘটিত কারণে গলা ব্যথা হলে তা 5 থেকে 7 দিনের মধ্যে ওষুধ ছাড়াই ভাল হয়ে যায়। কোন কোন ক্ষেত্রে, তীব্র উপসর্গ, যেমন বেদনা এবং জ্বর, জ্বরের এবং ব্যথা কমার হাল্কা ওষুধ দিলেই ঠিক হয়ে যায়। বাচ্চাদের বয়স, ওজন ও উচ্চতা অনুযায়ী বাজার চলতি ওষুধ ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী দিতে হবে। ডাক্তারবাবুর প্রেসক্রিপশান ছাড়া টিন এজারদের গলায় ব্যথা বা ফ্লু'এর মত অবস্থায় কখনই এসপিরিন জাতিয় ওষুধ একদম দেবেন না। এতে তীব্র জটিলতার সৃষ্টি হতে পারে।
     
  • এন্টিবায়োটক
    যদি ব্যাকটেরিয়ার সংক্রমণ'এর জন্য গলা ব্যথা হয়ে থাকে, তাহলে ডাক্তারবাবু এন্টিবায়োটিকের একটি কোর্স প্রেসক্রাইব করবেন। সমস্ত উপসর্গ চলে গেলেও কোর্সটি শেষ পর্যন্ত নেওয়া উচিৎ। যদি নির্দেশ অনুসারে ওষুধ না নেওয়া হয় তা হলে সংক্রমণ আবার দেখা দিতে পারে এবং তা দেহের অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়তে পারে। স্ট্রেপটোকক্কাস সংক্রামিত গলার জন্য  এন্টিবায়োটিকের সম্পূর্ণ কোর্সটি যদি না নেওয়া হয়, বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে, তাহলে কিডনির অসুখ বা রিউম্যাটিক জ্বর'এর ঝুঁকি বেড়ে যায়।
     
  • অন্যান্য ওষুধ
    যদি অন্তর্নিহিত চিকিৎসার পরিস্থিতির জন্য গলা ব্যথা হয়ে থাকে, তাহলে চিকিৎসা বিভিন্ন প্রকারের হতে পারে এবং তা হবে রোগ-নির্দিষ্ট।

জীবণধারার ব্যবস্থাপনা

  • ওষুধের সাথে সাথে এই বাড়িতে বসে যত্নের এই পরামর্শগুলি গলা ব্যথা থেকে সাময়িক মুক্তি দেবে:
  • প্রচুর বিশ্রাম নিন এবং সাথে সাথে আপনার গলাকেও বিশ্রাম দিন।
  • প্রচুর তরল পদার্থ পান করুন যাতে গলা আর্দ্র থাকে। কফি এবং মদ পরিহার করুন - এগুলি গলাকে শুষ্ক করে দেয়।
  • গরম তরল যেমন সুপ ও গরম ঝোল খান। গরম জলে মধু মিশিয়ে পান করুন; এতে গলা প্রশমিত থাকে।
  • ঈষদুষ্ণ গরম জলে লবণ মিশিয়ে দিনে 3 থেকে 4 বার গার্গেল করুন।
  • গলা ব্যথার লজেন্স চুষুন, এতে উপশম কম হবে। বাচ্চাদের বেলায় সতর্ক থাকুন যাতে গলায় আটকে না যায়।
  • গলাকে যন্ত্রণা দেয় এমন পদার্থ যেমন সিগারেটের ধোঁয়া, ধূপের ধোঁয়া এবং কড়া গন্ধযুক্ত পদার্থ এড়িয়ে চলুন।
  • বিকল্প চিকিৎসা পদ্ধতি যেমন ভেষজ চিকিৎসা, চা, যষ্টিমধু, মার্শমেলোর শিকড় এবং চিন দেশীয় ঔষধি উপকার দিতে পারে। বিকল্প চিকিৎসা পদ্ধতি শুরু করার আগে ডাক্তারবাবুর পরামর্শ নিন।


তথ্যসূত্র

  1. Nandi S, Kumar R, Ray P, Vohra H, Ganguly NK. Group A streptococcal sore throat in a periurban population of northern India: a one-year prospective study.. Departments of Experimental Medicine and Biotechnology, Postgraduate Institute of Medical Education and Research (PGIMER), Chandigarh, India. Bull World Health Organ. 2001;79(6):528-33. PMID: 11436474
  2. Am Fam Physician. 2004 Mar 15;69(6):1465-1470. [Internet] American Academy of Family Physicians; Pharyngitis.
  3. ENT Health [Internet]. American Academy of Otolaryngology–Head and Neck Surgery Foundation; Sore Throats.
  4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Strep Throat
  5. The Merck Manual of Diagnosis and Therapy [internet]. US; Sore Throat
  6. Huang Y, Wu T, Zeng L, Li S. Chinese medicinal herbs for sore throat. Cochrane Database Syst Rev. 2012 Mar 14;(3):CD004877. PMID: 22419300.

গলা ব্যথা জন্য ঔষধ

Medicines listed below are available for গলা ব্যথা. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Lab Tests recommended for গলা ব্যথা

Number of tests are available for গলা ব্যথা. We have listed commonly prescribed tests below: