হারপিস - Herpes in Bengali

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

December 28, 2018

March 06, 2020

হারপিস
হারপিস

সারাংশ

হারপিস হচ্ছে হারপিস সিমপ্লেক্স ভাইরাসের সংক্রমণ। দু’ধরনের হারপিস সিমপ্লেক্স ভাইরাস আছে- হারপিস সিমপ্লেক্স ভাইরাস1 (HSV 1) এবং হারপিস সিমপ্লেক্স ভাইরাস 2 (HSV 2)। মুখ এবং যৌনাঙ্গে সংক্রমণের জন্য দায়ী হচ্ছে HSV-1, যেখানে যৌনাঙ্গে সংক্রমণের জন্য প্রাথমিকভাবে দায়ী HSV-2 । এই ভাইরাস সাধারণত শরীরের শ্লৈষ্মিক ঝিল্লিতে অর্থাৎ যেখানে মিউকাস আছে, যেমন মুখ, পায়ু এবং যৌনাঙ্গ, এবং শরীরের বিভিন্ন অংশের ত্বক, সেখানে আক্রমণ করে। হারপিস একটি দীর্ঘস্থায়ী সমস্যা, যার কোনও নিরাময় হয় না। বহু হারপিস আক্রান্ত ব্যক্তির মধ্যে কোনও উপসর্গ দেখা যায় না যদিও তাঁরা হারপিসের জীবাণূ বহন করে চলেছেন। অন্যদের মধ্যে উপসর্গের মধ্যে থাকে ফোড়া, বা ঘা (আলসার) এবং কোল্ড সোর, এবং যদি যৌনাঙ্গে HSV থাকে তাহলে প্রস্রাবের সময় ব্যাথা হতে পারে বা যৌনাঙ্গ থেকে সাদা স্রাব হতে পারে। যদিও হারপিস নিরাময় হয় না, তবে ওষুধের সাহায্যে উপসর্গ কমানো যায়। সাধারণত, চিকিৎসায় হারপিস ভালই সাড়া দেয় এবং কোনও জটিলতার সৃষ্টি করে না। শিশুদের বা যাঁদের প্রতিরোধ ক্ষমতা কম আছে তাঁদের ক্ষেত্রে হারপিস জটিলতার সৃষ্টি করতে পারে।

হারপিস কি - What is Herpes in Bengali

হারপিস একটি খুবই সাধারণ ভাইরাস। 3 জন ব্যক্তির মধ্যে 1 জন এরকম হারপিসের ভাইরাস বহন করেন। যাঁরা ভাইরাস বহন করেন তাঁদের মধ্যে 80% ব্যক্তি জানতে পারেন না যে তাঁরা হারপিসে আক্রান্ত কারণ তাঁদের মধ্যে হারপিস ভাইরাসের উপসর্গের প্রকাশ নেহাৎ কম, বহু সময় তা প্রকাশও পায় না। সারা বিশ্বের জনমানবের মধ্যে, এমনকি প্রত্যন্ত অঞ্চলেও হারপিস সিমপ্লেক্স ভাইরাস ছড়িয়ে আছে।

হারপিস কী?

হারপিস সিমপ্লেক্স ভাইরাস (HSV) থেকে হারপিস হয়ে থাকে যা সরাসরি সংস্পর্শের কারণে একজন আক্রান্ত ব্যক্তির থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে যায়। এটি একটি সাধারণ ভাইরাল সংক্রমণ যার প্রকাশ ঘটে সংক্রমণ স্থলে বিভিন্ন যন্ত্রণাদায়ক ক্ষত বা আলসারের মধ্য দিয়ে এবং সময়ের সঙ্গে সঙ্গে নিজে থেকেই যার উপশম হয়।

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹719  ₹799  10% OFF
BUY NOW

হারপিস এর উপসর্গ - Symptoms of Herpes in Bengali

হারপিসের ভাইরাসের ধরনের ওপর উপসর্গ নির্ভর করে। অধিকাংশ ক্ষেত্রেই হারপিস আক্রান্ত ব্যক্তির মধ্যে কোনও উপসর্গ দেখা যায় না এবং বেশিরভাগ HSV আক্রান্ত ব্যক্তি জানতেই পারেন না যে তাঁরা হারপিস ভাইরাসে আক্রান্ত।

HSV-1

  • মুখে হারপিস
    মুখে যদি হারপিস হয় তার উপসর্গ যন্ত্রণাদায়ক ক্ষত বা ঘা বা আলসার বা মুখের ভিতরে এবং চারপাশে আলসার। যখন এই ক্ষতগুলি ঠোঁটের ওপরে বা চারপাশে দেখা যায় তখন সেগুলিকে সাধারণত কোল্ড সোর বলা হয়। ক্ষত বার হওয়ার আগে আক্রান্ত ব্যক্তি ওই জায়গায় ঝনঝনে ব্যাথা, চুলকানি, বা জ্বালা অনুভব করেন। প্রথমবারের পর আবার পরে ক্ষত দেখা দিতে পারে। কতবার তা বার হবে তা মানুষে মানুষে পার্থক্য থাকে। ( আরও পড়ুন - মুখের আলসার এবং তার চিকিৎসা)
  • যৌনাঙ্গে হারপিস
    যৌনাঙ্গে হারপিসের উপসর্গ থাকতে পারে, নাও থাকতে পারে যদি উপসর্গ দেখা যায়, তখন তা বোঝা যায় যৌনাঙ্গে একটি বা ততোধিক ক্ষত বা ঘা বা আলসার বেরোলে। যখন HSV-1 -এর আক্রমণ হয় তখন যৌনাঙ্গে হারপিস বারবার হওয়ার সম্ভাবনা থাকে না।

HSV-2

যৌনাঙ্গে সংক্রমণের জন্য দায়ী HSV-2, যার কোনও উপসর্গ দেখা যায় না বা এমন উপসর্গ দেখা যায় যা বোঝা যায় না এবং বহু মানুষই সেদিকে নজর দেন না। প্রায় 10 থেকে 20% মানুষ যাঁরা HSV-2 ভাইরাসে আক্রান্ত জানান, যে তাঁরা আগেও আক্রান্ত হয়েছিলেন।

  • HSV-2 তে আক্রান্ত হয়ে যখন যৌনাঙ্গে সংক্রমণ হয় তখন উপসর্গ হিসাবে যৌনাঙ্গে এক বা একাধিক ফোড়া বা ক্ষত বা আলসার দেখা যায়। HSV-2 তে আক্রান্ত ব্যক্তিরা উপসর্গ বার হওয়ার আগে পা, কোমর, এবং পশ্চাদ্দেশে হাল্কা ঝনঝনে ব্যাথা বা একটি তীব্র যন্ত্রণা অনুভব করতে পারেন।
  • যখন প্রথমবার সংক্রমণ হয় তখন তার সঙ্গে জ্বর, শরীরে যন্ত্রণা হতে পারে, এবং লিম্ফ নোড ফুলে যেতে পারে।
  • সংক্রমণের প্রাথমিক পর্যায়ের পর ভাইরাস সক্রিয় উঠলে ফের সংক্রমণ দেখা দেবে কিন্তু প্রথমবারের চেয়ে উপসর্গের তীব্রতা কম হবে। 
  • প্রথম বছর সংক্রমণের হার বেশি থাকে, পরে ধীরে ধীরে তা কমতে দেখা যায়। এর কারণ হল, শরীরের মধ্যে ভাইরাসের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরোধী ক্ষমতা গড়ে ওঠা।

হারপিস এর চিকিৎসা - Treatment of Herpes in Bengali

চিকিৎসা

একবার কোনও ব্যক্তি HSV আক্রান্ত হলে সংক্রমণের কোনও নিরাময় নেই। যেহেতু অসুস্থতা ভালরকম ছড়িয়ে যায় সেই হেতু সংক্রমণ ঠেকানো কঠিন হয়ে পড়ে।

অধিকাংশ সময়ে সংক্রমণের কারণে যে ঘা বা ক্ষতের সৃষ্টি হয় তা চিকিৎসা বিনা, আপনা হতেই নিরাময় হয়। চিকিৎসায় উপসর্গ ঠেকানো যায়, যন্ত্রণা কমে এবং হারপিসের সময়কাল কমে।

সাধারণত চিকিৎসায় অ্যান্টিভাইরাল (ভাইরাস প্রতিরোধী) ব্যবহার হয়। অ্যান্টিভাইরাল ক্রিম এবং লোশন ব্যবহার করলে উপসর্গ, যেমন ত্বকে এবং শ্লেষ্মার ঝিল্লিতে (মিউকাস) চুলকানি, জ্বালা এবং ঝনঝন যন্ত্রণা কমে। অ্যান্টিভাইরাল পিল, ট্যাবলেট এবং ইনজেকশন সংক্রমণ উপশমের সময় কমায়।

কিছু সাধারণ ওষুধ, যা গ্রহণ করতে পরামর্শ দেওয়া হয় সেগুলি হল অ্যাসিক্লোভির, ফ্যামিসিক্লোভির, এবং ভ্যালাসিক্লোভির। মনে রাখুন, নিজেই নিজের চিকিৎসা করা বিপজ্জনক এবং চিকিৎসকেরা নির্দিষ্ট চিহ্ন এবং উপসর্গের ওপর ভিত্তি করে রোগীর প্রয়োজনমত বিভিন্ন চিকিৎসার পরামর্শ দেন। অতএব, সবসময় যে কোনও চিকিৎসা শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

অ্যান্টিভাইরাল (ভাইরাস প্রতিরোধী) ওষুধ ভাইরাস প্রাদুর্ভাবের তীব্রতা এবং সময়কাল কমাতে সাহায্য করে এবং সংক্রমণ ছড়িয়ে যাওয়া নিয়ন্ত্রণ করে।

জীবনশৈলী ব্যবস্থাপনা (লাইফস্টাইল ম্যানেজমেন্ট)

হারপিস হচ্ছে জীবনভর ভাইরাস সংক্রমণ এবং একবার কোনও ব্যক্তি সংক্রমিত হলে  ভাইরাসের হাত থেকে শরীরের নিস্তার নেই। তবে দেখতে হবে, যাতে আক্রান্ত ব্যক্তির আশেপাশে যে সব বন্ধু এবং আত্মীয় সদস্য রয়েছেন তাঁরা যেন এই ভাইরাসে আক্রান্ত না হয়ে পড়েন। যৌনাঙ্গে হারপিস হয়ে থাকলে আপনার জীবনসঙ্গী/জীবনসঙ্গিনীর সুরক্ষার জন্য, সংক্রমণ থেকে বাঁচতে জীবনশৈলীর কিছু পরিবর্তন প্রয়োজন এবং হারপিসের প্রাদুর্ভাবের সময় শারীরিক মিলন থেকে দূরে থাকতে হতে পারে। খোলামেলা এবং সম্পর্ক বজায় রাখতে সততার সঙ্গে উভয়ের মধ্যে আলাপ আলোচনা করা জরুরি। আপনার মনে যা চিন্তা-ভাবনা আছে তা চিকিৎসককে জানান।

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Energy & Power Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for problems like physical and sexual weakness and fatigue, with good results.
Power Capsule For Men
₹719  ₹799  10% OFF
BUY NOW


তথ্যসূত্র

  1. Murtaza Mustafa, EM.Illzam, RK.Muniandy, AM.Sharifah4 , MK.Nang5 , B.Ramesh. Herpes simplex virus infections, Pathophysiology and Management IOSR Journal of Dental and Medical Sciences (IOSR-JDMS) e-ISSN: 2279-0853, p-ISSN: 2279-0861.Volume 15, Issue 7 Ver. III (July. 2016), PP 85-91
  2. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Genital Herpes
  3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Herpes - oral
  4. New Zealand Herpes Foundation. The key facts about herpes. [Internet]
  5. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Herpes simplex virus.
  6. American Academy of Dermatology. Rosemont (IL), US; Herpes simplex

হারপিস জন্য ঔষধ

Medicines listed below are available for হারপিস. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Lab Tests recommended for হারপিস

Number of tests are available for হারপিস. We have listed commonly prescribed tests below: