হ্যালুসিনেশন (মতিভ্রম) - Hallucination in Bengali

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

May 09, 2019

March 06, 2020

হ্যালুসিনেশন
হ্যালুসিনেশন

হ্যালুসিনেশন বা মতিভ্রম কাকে বলে?

হ্যালুসিনেশন কোন অসুখ নয়, এটি আসলে একটি উপসর্গ যেখানে মানুষের বিভিন্ন কাল্পনিক অভিজ্ঞতা হয়। একজন ব্যক্তি কোন প্রকৃত বাহ্যিক উদ্দীপক ছাড়াই অন্য ব্যক্তির শব্দ, গন্ধ, স্পর্শ বা উপস্থিতি অনুভব বা অভিজ্ঞতা হতে পারে। এটি ডিমেনশিয়াডিলিরিয়াম সহ একাধিক মানসিক এবং চিকিত্‍সার অবস্থার সঙ্গে সম্পর্কিত। বয়সবৃদ্ধির একটি অংশ হিসাবে হ্যালুসিনেশন প্রায়শই বয়স্কদের মধ্যে দেখতে পাওয়া যায়।

হ্যালুসিনেশনকে পাঁচটি শ্রেণীতে ভাগ করা যায়:

  • অডিটরি (শব্দ)।
  • ভিসুয়াল (দৃশ্য)।
  • অলফ্যাক্টরি (ঘ্রাণ)।
  • গাস্টেটরি (স্বাদ)।
  • ট্যাকটাইল (স্পর্শ)।
  • সোমাটিক (দেহগত)।

হ্যালুসিনেশন ও ইলিউশন এক জিনিস নয়, ইলিউশন হল যেখানে কোন প্রকৃত ঘটমান পরিস্থিতি বুঝতে ভুল হয়।

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি?

  • অডিটরি (শব্দ) হ্যালুসিনেশন

এই প্রকারের হ্যালুসিনেশনে রোগী কোন বাস্তব বাহ্যিক উৎস ছাড়াই এক বা একাধিক কণ্ঠস্বর শুনতে পায়।

কিছু ক্ষেত্রে আপনি তৃতীয় ব্যক্তি হিসাবে দুইটি গলাকে আপনার সম্বন্ধে কথা বলতে শুনতে পারেন। এই দুই কণ্ঠস্বর হতে পারে আপনার মাথার বাইরে বা ভিতরে। কোন কোন সময়ে আপনি নিজের চিন্তাই সশব্দে শুনতে পাবেন।

  • ভিসুয়াল (দৃশ্য) হ্যালুসিনেশন

আপনি অন্য মানুষের উপস্থিতি বা আলোর ঝলক দেখতে পাবেন যা বাস্তবে অনুপস্থিত।

  • অলফ্যাক্টরি (ঘ্রাণ) হ্যালুসিনেশন

আপনি অভ্যন্তরীণ বা বাহ্যিক উৎস থেকে আসা গন্ধ পেতে পারেন। এর জন্য কিছু রোগী অত্যধিক স্নান করে, অতিরিক্ত সুগন্ধী (পারফিউম) ব্যবহার করে অথবা, যদি তারা নিজেদেরকে এই দুর্গন্ধের উৎস বলে মনে করে, তবে অন্যদের থেকে দূরত্ব বজায় রাখে।

  • গাস্টেটরি (স্বাদ) হ্যালুসিনেশন

আপনার স্বাদের অনুভূতির পরিবর্তন হয়ে যেতে পারে, তেষ্টা এবং লালাক্ষরণ বেড়ে যেতে পারে।

  • ট্যাকটাইল (স্পর্শ) হ্যালুসিনেশন

আপনার চামড়ার উপর দিয়ে বা তলা দিয়ে পোকা হেঁটে বেড়াচ্ছে এরকম অনুভূতি হতে পারে।

  • সোমাটিক (দেহগত) হ্যালুসিনেশন

আপনার অস্বাভাবিক শারীরিক অনুভূতির অভিজ্ঞতা হতে পারে, যেমন অন্যদের গা স্পর্শ করলেও তাদের উপস্থিতি বুঝতে না পারা।

এর প্রধান কারণগুলি কি?

হ্যালুসিনেশনের নির্দিষ্ট কারণ জানা যায় না। সাধারণত যে যে পরিস্থিতিতে হ্যালুসিনেশন দেখা যেতে পারে সেগুলি হল:

  • শব্দের হ্যালুসিনেশন
  1. স্নায়ুতন্ত্রের অসুখ।
  2. কানের অসুখ
  3. সাইকোটিক ডিজঅর্ডার (আরো পড়ুন: সাইকসিস উপসর্গ)।
  4. ওষুধ।
  5. মদ ত্যাগ করা।
  6. সিজার (খিঁচুনি)
  7. স্ট্রোক
  8. উদ্বেগ
  • গন্ধের হ্যালুসিনেশন
  1. চোখের সমস্যা।
  2. নিউরোলজিক্যাল বা স্নায়বিক অসুস্থতা।
  3. মাইগ্রেন
  4. মানসিক অসুস্থতা।
  5. সাইনুসাইটিস
  6. ঘুমের অভাব।
  • স্বাদের হ্যালুসিনেশন
  1. সাইনুসাইটিস।
  • স্পর্শের হ্যালুসিনেশন
  1. অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার
  2. কিছু ওষুধের অতিরিক্ত সেবন।
  3. স্কিজোফ্রেনিয়া
  • দেহগত হ্যালুসিনেশন
  1. স্নায়ুতন্ত্রের অসুখ।

কিভাবে এর নির্ণয় করা হয় এবং এর চিকিৎসা কি?

চিকিৎসক প্রথমে হ্যালুসিনেশনের কারণ জানার চেষ্টা করবেন এবং আপনার অবস্থা অনুযায়ী ওষুধ দেবেন। রক্তপরীক্ষা, মস্তিষ্কের সিটি স্ক্যান, ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি (ইইজি) এবং এমআরআই করা হতে পারে। সমস্যাটি নির্ণয় করা গেলে তার কারণটির চিকিৎসা করা হয়।

হ্যালুসিনেশনের চিকিৎসায় সাধারণত এন্টি-সাইকোটিক ওষুধ দেওয়া হয়। যদি কোন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে হ্যালুসিনেশন ঘটে থাকে তবে চিকিৎসক সেই ওষুধের মাত্রা কমিয়ে দেবেন।



তথ্যসূত্র

  1. Santosh Kumar, Subhash Soren, and Suprakash Chaudhury. Hallucinations: Etiology and clinical implications. Ind Psychiatry J. 2009 Jul-Dec; 18(2): 119–126. PMID: 21180490.
  2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Hallucinations
  3. Suprakash Chaudhury. Hallucinations: Clinical aspects and management. Ind Psychiatry J. 2010 Jan-Jun; 19(1): 5–12. PMID: 21694785.
  4. Ryan C. Teeple. et al. Visual Hallucinations: Differential Diagnosis and Treatment. Prim Care Companion J Clin Psychiatry. 2009; 11(1): 26–32. PMID: 19333408
  5. National Institute on Drug Abuse. [Internet]. U.S. Department of Health and Human Services; Hallucinogens.

হ্যালুসিনেশন (মতিভ্রম) জন্য ঔষধ

Medicines listed below are available for হ্যালুসিনেশন (মতিভ্রম). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Medicine Name

Price

₹1215.0

₹167576.29

₹274000.0

Showing 1 to 0 of 3 entries