পায়ে কড়া - Foot Corn in Bengali

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 01, 2018

March 06, 2020

পায়ে কড়া
পায়ে কড়া

পায়ে কড়া কি?

পায়ে কড়া বা শুধু মাত্র কড়া হল পায়ের একটি অংশের চামড়া যা অতিরিক্ত ঘর্ষণ বা চাপের ফলে পুরু হয়ে গেছে। এটি বেশীরভাগ ক্ষেত্রে সঠিক জুতো না পড়া বা ভালোভাবে পায়ের যত্ন না নেওয়ার কারণে হয়।পরিসংখ্যান অনুযায়ী ভারতবর্ষে 10.65 কোটি জনসংখ্যার মধ্যে আনুমানিক 2.6 কোটি এই রোগে আক্রান্ত।

এর প্রধান কারণ উপসর্গগুলি কি?

পায়ে কড়ার লক্ষণগুলি শুধুমাত্র আক্রান্ত অংশেই দেখা যায়। এই লক্ষণগুলি হল:

  • চামড়া শক্ত হয়ে যাওয়া
  • আক্রান্ত অংশে বৃত্তাকার বা গোলাকার আকৃতি দেখা দেওয়া
  • ব্যথা
  • আক্রান্ত অংশটি সাদাটে, হলদেটে বা ফ্যাকাশে হওয়া
  • হাঁটতে অসুবিধা হওয়া

এর প্রধান কারণগুলি কি?

পায়ে কড়া প্রধানত সঠিক জুতো ব্যবহার না কড়া এবং বারংবার পায়ের চামড়ার সাথে জুতোর ঘর্ষণের ফলে তৈরি হয়। উচু হিল তোলা জুতো পায়ে বেশী চাপ ফেলে যার ফলে এই পরিস্থিতি আরও জটিল হতে পারে। পায়ের আঙ্গুলের অস্বভাবিকতা যেমন হাতুড়ির বা পশুপাখির নখের মত পায়ের আঙ্গুলের কারণেও পায়ের কড়া হতে পারে।

এটিকে কিভাবে সনাক্ত এবং চিকিৎসা করা হয়?

এটির চিকিৎসা মূলত চিকিৎসক বা পোডিইয়াট্রিসটরা করে থাকে।এর জন্য পায়ের পরীক্ষা এবং রোগীর চিকিৎসা ইতিহাস গ্রহণ করা হয়। পায়ের কড়া সহজেই পা দেখে সনাক্ত করা যায়। কড়ার চিকিৎসা করার জন্য পায়ে রক্ত বা ছবি পরীক্ষা করার প্রয়োজন কখনওই হয় না।

চিকিৎসকরা স্ক্র্যাপিং বা চেঁছে ফেলার মাধ্যমে শক্ত অংশটি সরিয়ে এর চিকিৎসা করে। রোগটি প্রতিরোধ করার জন্য ডায়বেটিস ও এর মতো কিছু অন্তরনিহিত অবস্থাকে, প্রতিহত করা দরকার। পায়ের কড়ার চিকিৎসা করার জন্য বিশেষ কোন চিকিৎসা পদ্ধতির দরকার হয়না,কেবল মাত্র একটু বেশি পায়ের যত্নও ঘর্ষণ যাতে কম হয় সেদিকে খেয়াল রাখলেই হবে। ব্যাথা কমানোর পন্থা নিলেও অস্বস্তি অনেকটা কমে যাবে।

নিজের যত্ন নেওয়ার জন্য টিপস:

  • জুতো এবং চামড়া / সোলের মধ্যে ঘর্ষণ কমাতে টাইট জুতো পরা এড়িয়ে চলুন।
  • সর্বদা আরামদায়ক জুতো পরুন, যে কোন জায়গায় খালি পায়ে না যাওয়াই ভালো।
  • আক্রান্ত জায়গাটিতে আরাম দিতে আঙ্গুলের মাঝে উল ব্যবহার করা যেতে পারে।
  • আক্রান্ত পায়ের অঙ্গুলটির চারপাশে ব্যাথা ও চাপ কমাতে পায়ের নখ কেটে ছোট করে রাখুন।
  • একটি পাত্রে গরম জল নিয়ে তাতে 20 মিনিট পা ডুবিয়ে রাখতে পারেন ও তারপর একটি পিউমিক স্টোন বা ঝামা দিয়ে জায়গাটি ঘষতে পারেন।
  • কড়া ও তার পার্শ্ববর্তী জায়গাটি নরম রাখার জন্য মইশ্চারাইজার ব্যাবহার করতে পারেন।

সর্বোপরি, পায়ের কড়া এমন একটি অবস্থা যা যত্ন নিলে সহজেই নিয়ন্ত্রণ করা যায়।



তথ্যসূত্র

  1. Cleveland Clinic. [Internet]. Cleveland, Ohio. Corns
  2. American Orthopaedic Foot & Ankle Society. About Foot and Ankle Orthopaedic Surgeons. Rosemont, Illinois. [internet].
  3. American Academy of Dermatology. Rosemont (IL), US; How to treat corns and calluses
  4. Health Navigator. Calluses & corns. New Zealand. [internet].
  5. American Podiatric Medical Association. Corns and Calluses. Bethesda, Maryland. [internet].

পায়ে কড়া জন্য ঔষধ

Medicines listed below are available for পায়ে কড়া. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Medicine Name

Price

₹30.0

Showing 1 to 0 of 1 entries