ক্যান্ডিডাল (মুখে ছত্রাক সংক্রমণ) - Candidal Infection in Bengali

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

November 29, 2018

March 06, 2020

ক্যান্ডিডাল
ক্যান্ডিডাল

ক্যান্ডিডাল ইনফেকশন কি?

ক্যান্ডিডাল ইনফেকশন হল অন্যতম সাধারণ ফাঙ্গাল ইনফেকশন যা শরীরের বিভিন্ন অংশে ক্ষতি করে। কিছু অবস্থায়, ক্যান্ডিডা সিস্টেমিক ইনফেকশনের কারণও হতে পারে (পুরো শরীরকে নিয়ে), যা গুরুতর পরিস্থিতির উৎপত্তি ঘটাতে পারে। তিন রকমের মূল ক্যান্ডিডাল ইনফেকশনগুলো হল-

  • খাদ্যনালী, গলা ও মুখের ইনফেকশন বা সংক্রমণ।
  • জেনিটাল ক্যান্ডিডাল ইনফেকশন (আরও পড়ুন- ভ্যাজিনাল ইস্ট ইনফেকশন ট্রিটমেন্ট)
  • ইনভেসিভ ক্যান্ডিডাল ইনফেকশন। ক্যান্ডিডা অ্যাল্বিকান্সের সাথে 20 টিরও বেশি ক্যান্ডিডা রয়েছে যা সংক্রমণগুলোর সবচেয়ে সাধারণ কারণ।

এটার প্রধান লক্ষণ এবং উপসর্গগুলো কি?

ক্যান্ডিডাল ইনফেকশনের লক্ষণগুলো শরীরের কোন অংশে হয়েছে তার উপর নির্ভর করে। সব ধরনের ক্যান্ডিডিয়াসিসে যে সাধারণ লক্ষণগুলো দেখা যায় তা নিচে তালিকাভুক্ত করা হল-

  • চুলের গ্রন্থিকোষে সংক্রমণ যা ব্রণর মত দেখায়
  • লাল ভাব, চুলকানি ত্বকের বিজগিরি বা র‍্যাশ
  • যৌনাঙ্গ স্থানে, মুখে, স্তনের নিচে, চামড়ার ভাঁজে এবং শরীরের অন্য জায়গায় র‍্যাশ হওয়া, নির্ভর করে কোন অংশটি সংক্রমিত হয়েছে তার ওপর।

এটার মূল বা প্রধান কারণগুলো কি?

ত্বকের ক্যান্ডিডাল ইনফেকশন খুবই বিস্তর এবং শরীরের যেকোন জায়গায় হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভিজে জায়গা এবং চামড়ার ভাজে হয়ে থাকে। ত্বকের ইনফেকশনের কারণগুলো অনুসরণ করুন:

যদিও ক্যান্ডিডা সাধারণভাবে বগল ও কুঁচকির মত ভেজা জায়গাগুলোকে আক্রান্ত করে, এটা নখ এবং আপনার মুখের কোণায়ও ক্ষতি করতে পারে। ভ্যাজিনাল এবং ওড়াল ক্যান্ডিডিয়াসিস সাধারণত অ্যান্টিবায়োটিক থেরাপির কারণে হয়। এটা এইচআইভি সংক্রামক ব্যক্তিদের মত দুর্বল ইমিউন সিস্টেম যুক্ত ব্যক্তিদের মধ্যেও দেখা যায়।

এটা কিভাবে ধরা যায় এবং চিকিৎসা করা যায়?

ক্যান্ডিডা ইনফেকশনে সাধারণত আক্রান্ত জায়গার চামড়া তুলে ধরা হয় এবং এটাতে অণুজীবের উপস্থিতি যাচাই করা হয়। ক্যান্ডিডিয়াসিস সনাক্ত করা হলে ব্যক্তির ব্লাড সুগার পরীক্ষা করা উচিত।উচ্চ ব্লাড সুগারের মাত্রা ফাঙ্গাসের খাদ্য হিসাবে কাজ করে এবং এটা বৃদ্ধিতে সাহায্য করে।

যেকোন ক্যান্ডিডিয়াল ইনফেকশন চিকিৎসা নিম্নলিখিত পদ্ধতিতে করা হয়:

  • সঠিক স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি বজায় রাখা যা চিকিৎসার জন্য প্রাথমিক প্রয়োজন
  • আপনার ত্বকের ভেজা জায়গাগুলোতে অ্যাবসরবেন্ট পাউডার লাগানো ক্যান্ডিডিয়াসিস রোধ করতে সাহায্য করে।
  • আপনার ত্বককে রোদে উন্মুক্ত রাখা
  • স্বাভাবিক পরিসরে ব্লাড সুগারের মাত্রা বজায় রাখা
  • আপনার ডাক্তার হয়তো টপিকাল অ্যান্টিফাঙ্গাল ক্রিম এবং অয়েনমেন্ট দিতে পারেন যা আপনাকে অবস্থাটির চিকিৎসা করতে সাহায্য করে
  •  তীব্র ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে ,ডাক্তার ওড়াল অ্যান্টিফাঙ্গাল থেরাপিরও বিহিত করেন।



তথ্যসূত্র

  1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Candida infection of the skin
  2. Oral Cancer foundation. Candida Infection. Newport Beach, California. [internet].
  3. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Candidiasis
  4. The Primary Care Dermatology Society. Candidal infection . Rickmansworth, England. [internet].
  5. National Center for Advancing Translational Sciences [internet]: US Department of Health and Human Services; Systemic candidiasis

ক্যান্ডিডাল (মুখে ছত্রাক সংক্রমণ) ৰ ডক্তৰ

Dr Rahul Gam Dr Rahul Gam Infectious Disease
8 Years of Experience
Dr. Arun R Dr. Arun R Infectious Disease
5 Years of Experience
Dr. Neha Gupta Dr. Neha Gupta Infectious Disease
16 Years of Experience
Dr. Anupama Kumar Dr. Anupama Kumar Infectious Disease
অনেক সময় অডিও র জন্য মুহূর্তের বিলম্ভ হতে পারে

ক্যান্ডিডাল (মুখে ছত্রাক সংক্রমণ) জন্য ঔষধ

Medicines listed below are available for ক্যান্ডিডাল (মুখে ছত্রাক সংক্রমণ). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.