অ্যানজিনা (বুকে ব্যথা) - Angina in Bengali

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

November 27, 2018

March 06, 2020

অ্যানজিনা
অ্যানজিনা

অ্যানজিনা বা বুকে ব্যথা কাকে বলে?

অ্যানজিনা বা বুকে ব্যথা হল বুকে অস্বস্তি বা অসুবিধা, যেটা অক্সিজেনপূর্ণ রক্ত হৃদযন্ত্রের  পেশীতে পৌঁছানোয় ঘাটতি ঘটলেই দেখা যায়। এটা কোন রোগ নয় বরং রোগের উপসর্গ যা হৃদরোগের সতর্কবার্তা জানায়, যেমন, করোনারি আর্টারি ডিজিজ (করোনারি ধমনীর সমস্যাজনিত রোগ), যেখানে ধমনীগুলি সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে অক্সিজেনযুক্ত রক্ত হৃদযন্ত্রে পৌঁছানোর মাত্রা ধীরে ধীরে কমতে থাকে। যে ধমনীগুলির মাধ্যমে হৃদযন্ত্রে রক্ত সরবরাহ হয়, তাতে প্লাক বা চর্বি জমার ফলে হৃ্দযন্ত্রের পেশীগুলিতে রক্ত ও অক্সিজেন সরবরাহ কমে যায়।

বুকে ব্যথার প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি?

তিন প্রকারের অ্যানজিনা বা বুকে ব্যথা হতে পারে: স্টেবল বা স্থিতিশীল, আনস্টেবল বা অস্থিতিশীল এবং ভেরিয়েন্ট বা পরিবর্তনশীল বুকে ব্যথা। উপসর্গগুলিও বুকে ব্যথার প্রকার অনুযায়ী বদলাতে থাকে। চেস্ট পেন বা বক্ষঃস্থলে ব্যথা হল এই রোগের সবচেয়ে প্রধান উপসর্গ। বুকে  চাপভাব বা পিষে যাওয়া অনুভূতি, ব্যথা আস্তে আস্তে হাত, গলা, চোয়াল, ঘাড়, পিঠের দিকে ছড়িয়ে পড়া, বমি বমি ভাব, ক্লান্তি, ঘন ঘন শ্বাস নেওয়া; ঘেমে যাওয়া এবং মাথা ঘোরা হল এর অন্যান্য উপসর্গ। এক্ষেত্রে অ্যাসিডিটি বা অম্বল অথবা বদহজমের মতোই ব্যথা অনুভূত হতে পারে।

এর প্রধান কারণগুলি কি কি?

বুকে ব্যথা হল হৃদযন্ত্রের আভ্যন্তরীণ সমস্যার উপসর্গ। ধমনীতে চর্বি জমা হওয়া বা প্লাকের ফলে ধমণীগুলি সংকীর্ণ হয়ে যায়। এই কারণে হৃদযন্ত্রে অক্সিজেনযুক্ত রক্তের সরবরাহ কমে যায় (ইসকেমিয়া)। সাধারণত কোন ব্যক্তির বিশ্রামে থাকাকালীন সমস্যাটি অতটা বোঝা যায় না, কিন্তু  সেই ব্যক্তি যখন শরীরচর্চা করেন, হাঁটেন বা সিঁড়ি চড়েন, তখন হৃদপেশীগুলিতে অক্সিজেনযুক্ত রক্তের সরবরাহের প্রয়োজনীয়তা বাড়ে, যা সেই এই রোগে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে তখন যথেষ্ট থাকে না। ফলে বক্ষঃস্থলে বা বুকে ব্যথা অনুভূত হয় যা ধীরে ধীরে হাত, গলা, ঘাড় এবং পিঠ ও শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। স্থিতিশীল বুকে ব্যথা বা স্টেবল অ্যানজিমার ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়।

অস্থিতিশীল বুকে ব্যথার ক্ষেত্রে প্লাক কখনো কখনো ধমনীর প্রাচীর থেকে বিচ্ছিন্ন হয়ে রক্তের সাথে বয়ে যায়, যা ধমনীটিকে পুরোপুরি বা আংশিকভাবে ব্লক বা বন্ধ করে দেয়, এর ফলে, হঠাৎ বুকে ব্যথা ও অন্যান্য উপসর্গগুলি দেখা যায়। এমনকি বিশ্রাম নেওয়ার সময় এই ব্যথা শুরু হতে পারে যা নড়াচড়া করলে আরো বাড়তে থাকে।

আবার, মানসিক চাপ, ধুমপান, ঠান্ডা আবহাওয়া, পেট ভার করে খাওয়া, বা শারীরিক পরিশ্রমের কারণেও তা হতে পারে। করোনারি ধমনী সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে বুকে ব্যথার উপসর্গগুলি দেখা যায়; এই ধরণটিকে পরিবর্তনশীল বুকে ব্যথা বলা হয়।

কিভাবে এই রোগ নির্ণয় ও চিকিৎসা করা হয়?

বুকে ব্যথা হলে, আপনার ডাক্তার উপসর্গগুলির ব্যাপারে আপনার কাছে জানতে চাইতে পারেন, যেমন, যখন ব্যথা শুরু হয় আপনি তখন কি করছিলেন, আপনার পরিবারের কারোর এই সমস্যা আছে বা ছিল কিনা, আপনার খাদ্যাভাস, ধুমপানের অভ্যাস, লাইফস্টাইল, শরীরচর্চার অভ্যাস, শরীরের ওজন, উচ্চতা, কোমরের মাপ, বডি মাস ইনডেক্স, প্রভৃতি। এরপর ডাক্তার কতগুলি পরীক্ষাও করাতে বলতে পারেন, যেমন, ইলেকট্রোকার্ডিওগ্রাম (ইসিজি), রক্ত চাপ বা ব্লাড প্রেসার, রক্ত পরীক্ষা বা ব্লাড টেস্ট, ব্লাড লিপিড টেস্ট, বুকের এক্স-রে, করোনারি এঞ্জিওগ্রাফি, কম্পিউটারাইজড্‌ টোমোগ্রাফি স্ক্যান এবং ইসিজি স্ট্রেস টেস্ট। অস্থিতিশীল বুকে ব্যথার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু করা হয় যাতে  হার্ট অ্যাটাক না হয়।

বুকে ব্যথার ক্ষেত্রে চিকিৎসায় সফলতা পেতে আপনাকে ডাক্তারের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং আপনি কি কি সমস্যা অনুভব করছেন তা সম্পূর্ণভাবে ডাক্তারকে জানাতে হবে। রোগ নির্ণয় সম্পূর্ণ হলে, ডাক্তার বুকে ব্যথার প্রকার অনুযায়ী সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করে দেন। ওষুধ দেওয়ার সাথে সাথে প্রাথমিক কিছু পরিবর্তনেরও প্রয়োজন হয় যেমন লাইফস্টাইল সামান্য পরিবর্তন, সঠিক খাদ্যাভাস, এছাড়াও কখনো কখনো হার্ট সার্জারীর প্রয়োজন হতে পারে।

প্রথম অ্যানজিনা অ্যাটাক হবার পর, ডাক্তার সঙ্গে সঙ্গেই গ্লিসারিল ট্রিনিট্রেট (জিএনটি) দেন যাতে আবার অ্যাটাক না হয়। জিএনটি সাবলিঙ্গুয়াল ট্যাবলেট বা স্প্রে হিসাবে পাওয়া যায়। বুকে ব্যথা শুরু হবার পরই সঙ্গে সঙ্গে যেকোন কাজ করাই বন্ধ করতে হবে, বিশ্রাম নিতে হবে, জিএনটি খেতে হবে, যদি প্রথম ডোজ কাজ না করে তবে পাঁচ মিনিট পর আবার ডোজ নিতে হবে। জিএনটি, বেটা ব্লকারস্‌, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস্‌, প্রভৃতি ওষুধ এই অ্যাটাক রোধ করতে ব্যবহার করা হয়। বুকে ব্যথা হল হার্ট অ্যাটাক হবার প্রবল সম্ভাবনার সতর্কবার্তা; তাই, হার্ট অ্যাটাক রোধ করার জন্য অন্যান্য ওষুধেরও দরকার হতে পারে, যেমন, কম মাত্রায় অ্যাসপিরিন, স্ট্যাটিনস এবং অ্যানজিওটেনসিন-কনভারটিং এনজাইম ইনহিবিটরস।

ওষুধের দ্বারা যদি অবস্থার প্রতিরোধ না হয় তবে সার্জারীর প্রয়োজন হতে পারে। এর মধ্যে গ্রাফটের দ্বারা রক্তপ্রবাহের গতি পরিবর্তন করা, যেমন, শরীরের অন্য অংশের রক্তবাহের ব্যবহার (করোনারি আর্টারি বাইপাস গ্রাফট সার্জারী) অথবা স্টেন্ট ব্যবহার করে ধমনীকে প্রশস্ত করা (পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেন্সনস) রয়েছে। পরিবর্তনশীল বুকে ব্যথার ক্ষেত্রে, রক্ত জমাট বাঁধা রোধ করতে ও হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমাতে ওষুধ দেওয়া হয়। তাৎক্ষনিকভাবে রোগীকে অল্প মাত্রায় অ্যাসপিরিন, ক্লপিডোগ্রেল, এবং রক্ত-তরলীকরণ করার ওষুধের ইনজেকশন দেওয়া হয়। যদি অবস্থা আরো জটিল হবার সম্ভাবনা থাকে অথবা অন্য কোন আনুসঙ্গিক সমস্যা সৃষ্টির সম্ভাবনা থাকে তবে সার্জারীর প্রয়োজন পড়ে।



তথ্যসূত্র

  1. National Health Service [Internet]. UK; Treatment of Angina
  2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Angina
  3. British Heart Foundation. Angina - Causes, Symptoms & Treatments. England & Wales. [internet].
  4. American Heart Association, American Stroke Association [internet]: Texas, USA AHA: Angina (Chest Pain)
  5. American Academy of Dermatology. Rosemont (IL), US; Acute Coronary Syndrome: Current Treatment

অ্যানজিনা (বুকে ব্যথা) জন্য ঔষধ

Medicines listed below are available for অ্যানজিনা (বুকে ব্যথা). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.