প্যারাকক্সিডিওইডোমাইকোসিস - Paracoccidioidomycosis in Bengali

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 10, 2019

March 06, 2020

প্যারাকক্সিডিওইডোমাইকোসিস
প্যারাকক্সিডিওইডোমাইকোসিস

প্যারাকক্সিডিওইডোমাইকোসিস কি?

প্যারাকক্সিডিওইডোমাইকোসিস এক প্রকার ছত্রাকঘটিত রোগ, যা প্রথমে ফুসফুসকে আক্রান্ত করে এবং তারপর চামড়া ও শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। চিকিৎসা না করিয়ে ফেলে রাখলে, প্যারাকক্সিডিওইডোমাইকোসিস সম্ভাব্য প্রাণঘাতী অবস্থাতে পরিণত হতে পারে। যদিও এটি একটি বিরল প্রকারের ছত্রাকঘটিত অসুখ। এই রোগটি বেশি পরিচিত লোবো ডিজিজি অথবা পিসিএম নামে।

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি?

প্যারাকক্সিডিওইডোমাইকোসিস প্রধানত চামড়া ও ফুসফুসে আক্রান্ত করে, এর উপসর্গগুলি নিম্নরূপ হতে পারে:

প্যারাকক্সিডিওইডোমাইকোসিসে সংক্রমিত শিশুদের বেশিরভাগ ক্ষেত্রে চামড়ায় ঘা ও লসিকাগ্রন্থি ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ফুসফুস আক্রান্ত হতে পারে ও উপসর্গ সেই অনুযায়ী পরিবর্তিত হতে পারে।

পুরোপুরি সুস্থ ব্যক্তিদেরও এই সংক্রমণ হতে পারে। যদিও যে ব্যক্তিদের রোগপ্রতিরোধী ক্ষমতা দুর্বল, তাদের ক্ষেত্রে উপসর্গগুলি গুরুতর হতে পারে।

খুব স্বল্প ব্যক্তিদের মধ্যে, প্যারাকক্সিডিওইডোমাইকোসিসের কোনও উপসর্গই পরিলক্ষিত হয় না।

এর প্রধান কারণ কি?

প্যারাককসিডিয়ডেস ব্রাসিলিয়েন্সিস নামক ছত্রাকের কারণে প্যারাকক্সিডিওইডোমাইকোসিস হয়। বাতাসবাহিত এই ছত্রাক বীজাণুগুলি শ্বাস নেওয়ার সময় মানবশরীরে প্রবেশ করে। বীজাণুগুলি ফুসফুসে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সক্রিয় ছত্রাকের আকার ধারণ করে এবং তারপর শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।

এটি কিভাবে নির্ণয় ও চিকিৎসা করা হয়?

আক্রান্ত ব্যক্তির থুতু ও পূঁযের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে বিশ্লেষণের মাধ্যমে এই সংক্রমণ নির্ণয় করা হয়। রোগ নির্ণয় সুনিশ্চিত করতে টিস্যুর নমুনা সংগ্রহ করে মাইক্রোস্কোপের তলায় তার মূল্যায়ন করা হতে পারে।

অবস্থা নির্ণয়ে রক্ত পরীক্ষা কাজে লাগতে পারে। সংক্রমণের প্রবলতা নির্ধারণের জন্য চিকিৎসক বুকের এক্স-রে করতে পারেন ফুসফুসের ছত্রাকের সংক্রমণের স্থান সনাক্ত করতে।

ইট্রাকোনাজোল ও অ্যাম্ফোটেরিসিন বি-এর মতো ছত্রাকনাশক ওষুধের সাহায্যে প্যারাকক্সিডিওইডোমাইকোসিসের কার্যকরী চিকিৎসা করা হয়। শরীর থেকে ছত্রাক সম্পূর্ণ বিনাশ করতে সংক্রমিত ব্যক্তির অন্তত একবছর ধরে চিকিৎসার প্রয়োজন হতে পারে।



তথ্যসূত্র

  1. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Paracoccidioidomycosis.
  2. National Organization for Rare Disorders [Internet]; Paracoccidioidomycosis.
  3. Marques SA. Paracoccidioidomycosis: epidemiological, clinical, diagnostic and treatment up-dating. An Bras Dermatol. 2013 Sep-Oct;88(5):700-11. PMID: 24173174
  4. Ramos-E-Silva M,Saraiva Ldo E. Paracoccidioidomycosis. Dermatol Clin. 2008 Apr;26(2):257-69, vii. PMID: 18346557
  5. Department for International Development [Internet]; Government of UK. Pharmacological interventions for paracoccidioidomycosis.