মেলানিনের অভাব - Melanin Deficiency in Bengali

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 10, 2019

March 06, 2020

মেলানিনের অভাব
মেলানিনের অভাব

মেলানিনের অভাব কাকে বলে?

ত্বকে উপস্থিত বিশেষ কোষ মেলানোসাইট থেকে উৎপন্ন হয় মেলানিন নামক রঞ্জক যেটি ত্বকের বর্ণায়নের জন্য দায়ী। এই কোষগুলি কোনোভাবে আহত হলে মেলানিনের উৎপাদন ব্যাহত হয়। কিছু অসুখের ক্ষেত্রে শুধু দেহের অংশবিশেষ এর ফলে আক্রান্ত হয়, অন্যান্য ক্ষেত্রে সম্পূর্ন দেহেই এর প্রভাব দেখা যেতে পারে। অতিরিক্ত মেলানিনের উপস্থিতি ত্বকের রং গাঢ় করে এবং মেলানিনের অভাবে ত্বক ফ্যাকাশে বর্ণ ধারণ করে। মেলানিনের পরিমাণ একটি নির্দিষ্ট সীমার নিচে নেমে গেলে কিছু রোগের উৎপত্তি হতে পারে, যেমন, ভিটিলিগো বা শ্বেতী যাতে ত্বকে সাদা ছোপ দেখা দেয়, আলবিনিজম ইত্যাদি যা ত্বকের রঙ কে প্রভাবিত করে।

এর প্রধান লক্ষণ ও উপসর্গ কি?

মেলানিনের অভাবের কারণে বিভিন্ন রোগ দেখা দেয়  এবং তার ফলে যে উপসর্গগুলো দেখা দেয় তা হলো:

  • চুল,দাড়ি,গোঁফ, ভ্রু এবং চোখের পাতা খুব কম বয়সে সাদা হয়ে যাওয়া।
  • মুখের অভ্যন্তরীণ অঞ্চলের চামড়ার রং নষ্ট হয়ে যাওয়া।
  • ত্বকের বর্ণলোপ।
  • ত্বকের এক বা একাধিক অঞ্চলের বর্ণ লোপ।
  • দেহের শুধুমাত্র একদিকের বর্ণ লোপ।
  • সমগ্র দেহের বর্ণ লোপ।

এর প্রধান কারণগুলি কি?

ত্বকের কিছু অন্তর্নিহিত অবস্থার জন্য মেলানোসাইট ক্ষতিগ্রস্ত হয় ও মেলানিনের উৎপাদন ব্যাহত হয়,তার ফলস্বরূপ মেলানিনের অভাব ঘটতে পারে। নিচে উল্লিখিত সমস্যাগুলি মেলানিনের অভাব ঘটাতে পারে:

  • উত্তরাধিকার সূত্রে ঘটিত মেলানিনের অভাব যার ফলে মেলানিন শরীরে কম থাকে বা সম্পূর্ণ অনুপস্থিত থাকে, যেমন আলবিনিজম।
  • অটোইমিউন রোগের ফলে শরীরের আঞ্চলিক বা সামগ্রিক মেলানোসাইট ধ্বংস হয়ে যাওয়া, যেমন শ্বেতী
  • আলসার, পোড়া, ফোস্কা, সংক্রমণ ইত্যাদি আঘাতের ফলে ত্বকের কোশ নষ্ট হয়ে যাওয়া এবং আহত অঞ্চলের মেলানিন প্রতিস্থাপিত না হওয়া।

এটি কিভাবে নির্ণয় এবং চিকিৎসা করা হয়?

যে পদ্ধতিগুলির সাহায্যে এই রোগটি নির্ণয় করা যায়:

  • রোগীর চিকিৎসার সম্পূর্ণ ইতিহাস।
  • সাদা ছোপ সন্ধানে শারীরিক পরীক্ষা।
  • ডায়াবেটিস বা থাইরয়েড-এর সমস্যার শনাক্তকরণে রক্ত পরীক্ষা।
  • আক্রান্ত ত্বকের বায়োপ্সি।

কোন কারণে মেলানিনের অভাব ঘটেছে তার উপর এর চিকিৎসা নির্ভর করে। চিকিৎসক যে চিকিৎসা পদ্ধতির পরামর্শ দিতে পারেন সেগুলি হল:

  • কর্টিকোস্টেরয়েড ক্রিম।
  • ন্যারো-ব্যান্ড আল্ট্রাভায়োলেট B থেরাপি।
  • ফটোকেমোথেরাপি।
  • লেসার ট্রিটমেন্ট।

এই রোগের কিছু কার্যকরী ঘরোয়া প্রতিকার পদ্ধতি হল:

  • সানস্ক্রিনের ব্যবহার।
  • কনসিলার প্রভৃতি কসমেটিক্স ব্যবহার।



তথ্যসূত্র

  1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Skin Pigmentation Disorders.
  2. Stanford Children's Health. [Internet]. Palo Alto, California, United States; Skin Pigment Disorders.
  3. American Vitiligo Research Foundation. [Internet]. Clearwater, Florida, United States; Vitiligo Signs & Symptoms.
  4. British Association of Dermatologists. [Internet]. United Kingdom. Vitiligo.
  5. TeensHealth. [Internet]. The Nemours Foundation, Jacksonville, Florida. Vitiligo.

মেলানিনের অভাব জন্য ঔষধ

Medicines listed below are available for মেলানিনের অভাব. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.