ইউরেথ্রাল সিনড্রোম - Urethral Syndrome in Bengali

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 03, 2019

March 06, 2020

ইউরেথ্রাল সিনড্রোম
ইউরেথ্রাল সিনড্রোম

ইউরেথ্রাল সিন্ড্রোম কি?

ইউরেথ্রা হল একটা টিউব বা নালী, যা মূত্রকে শরীরের বাইরে বের করতে সাহায্য করে। ইউরেথ্রাল সিন্ড্রোম হল কোনওরকম সংক্রমণ ছাড়াই ইউরেথ্রার প্রদাহ অথবা অস্বস্তিবোধ। এটি সিম্পটোম্যাটিক অ্যাব্যাক্টেরিইউরিয়া নামেও পরিচিত। এর সঙ্গে সংক্রমণের কোনও যোগ নেই। সব বয়সের ব্যক্তিরাই রোগের এই অবস্থার প্রতি অতিসংবেদনশীল, কিন্তু মহিলাদেরই এটি বেশি হয়।

এর প্রধান লক্ষণ এবং উপসর্গগুলি কি কি?

লক্ষণ এবং উপসর্গগুলি অনেকটা ইউরেথ্রাইটিসের মতোই। দু’টি রোগেই মূত্রনালীতে অস্বস্তি হয়। ইউরেথ্রাইটিস হয় ব্যাক্টেরিয়াল এবং ভাইরাল সংক্রমণের জন্য, কিন্তু ইউরেথ্রাল সিন্ড্রোমের কারণ ততটা স্পষ্ট নয়। কিছু সাধারণ লক্ষণ এবং উপসর্গ হল:

বিশেষভাবে, পুরুষদের মধ্যে দেখা দেওয়া কিছু লক্ষণ:

  • অন্ডকোষ ফুলে ওঠা।
  • বীর্যে রক্ত।
  • লিঙ্গের স্রাব।
  • বীর্য বের হওয়ার সময় ব্যথা।

এর প্রধান কারণগুলি কি কি?

রোগের স্পষ্ট প্রমাণের অভাবে ইউরেথ্রাল সিন্ড্রোমের প্রকৃত কারণ অজানা। কিন্তু, কিছু সম্ভাব্য কারণ হল:

  • মূত্রনালীর চোট
  • কেমোথেরাপি।
  • রেডিয়েশন।
  • ক্যাফিন।
  • পারফিউম, সাবান, স্যানিটারি ন্যাপকিন ইত্যাদির মতো সুগন্ধী দ্রব্য।
  • শুক্রাণু নাশক জেলি।
  • যৌন ক্রিয়া।
  • বাইক চড়া।
  • ডায়াফ্রাম এবং ট্যাম্পন ব্যবহার।
  • ভাইরাল অথবা ব্যক্টেরিয়াল সংক্রমণ।

এটি কিভাবে নির্ণয় এবং চিকিৎসা করা হয়?

চিকিৎসক শ্রোণীর অংশে সম্ভাব্য লক্ষণের জন্য শারীরিক পরীক্ষা করবেন। রোগীর চিকিৎসাজনিত ইতিহাস সংগ্রহ করা হয়। কিছু পরীক্ষাও করা হয়:

  • ইউরিনাল স্যাম্পেল টেস্ট এবং ইউরেথ্রাল সোয়্যাব টেস্ট।
  • শ্রোণী অংশের আল্ট্রাসাউন্ড।
  • ইউরেথ্রোস্কোপি, একটি পাতলা টিউবের সঙ্গে যুক্ত ক্যামেরার মূত্রনালীর ভিতরে প্রবেশ করানো হয়।
  • যৌন সংক্রমিত রোগের (এসটিডিস)-র জন্য পরীক্ষা।

রোগ নির্ণয়েরর পর বিভিন্ন পদ্ধতিতে রোগীর চিকিৎসা করা যায়, যেমন:

  • সার্জারি – মূত্রনালী সঙ্কুচিত হয়ে গেলে তখন করা হয়। এটি বাধা দূর করতে সহায়ক।
  • সুগন্ধী সাবান, দীর্ঘক্ষণ বাইক চড়া ইত্যাদি এড়িয়ে চলার মতো জীবনশৈলীতে কিছু পরিবর্তন।
  • স্টেরয়েডবিহীন প্রদাহরোধী ওষুধের মতো উপযুক্ত ওষুধ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
  • দ্রুত সেরে ওঠা এবং রোগের পুনরাবৃত্তি রোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং শৌচকর্ম সংক্রান্ত স্বচ্ছতা অবলম্বন আবশ্যক।



তথ্যসূত্র

  1. Bashi SA. The urethral syndrome. Int Urol Nephrol. 1988;20(4):367-74. PMID: 3170107
  2. Malacards Human Disease Database [Internet]; Urethral Syndrome
  3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Urethral Disorders.
  4. Kaur H,Arunkalaivanan AS. Urethral pain syndrome and its management. Obstet Gynecol Surv. 2007 May;62(5):348-51; quiz 353-4. PMID: 17425813
  5. Yoon SM et al. Treatment of female urethral syndrome refractory to antibiotics. Yonsei Med J. 2002 Oct;43(5):644-51. PMID: 12402379