প্রস্টেট ক্যান্সার - Prostate Cancer in Bengali

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 06, 2019

March 06, 2020

প্রস্টেট ক্যান্সার
প্রস্টেট ক্যান্সার

প্রস্টেট ক্যান্সার কি?

পুরুষদের মধ্যে দেখা দেওয়া সবচেয়ে সাধারণ প্রকৃতির ক্যান্সারের মধ্যে অন্যতম প্রস্টেট ক্যান্সার হলো প্রজননতন্ত্রের প্রস্টেট নামে পরিচিত ছোটো গ্রন্থিতে কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি।

এর প্রধান লক্ষণ এবং উপসর্গগুলি কি কি?

প্রস্টেট ক্যান্সারে ততক্ষণ পর্যন্ত কোনও লক্ষণ অথবা উপসর্গ নাও দেখা দিতে পারে, যতক্ষণ না চরম পর্যায়ে পৌঁছোচ্ছে। কিছু ক্ষেত্রে, নির্দিষ্ট কিছু লক্ষণকে অন্তর্নিহিত ক্যান্সারের ইঙ্গিত হিসেবে ধরা হয়। এই লক্ষণ এবং উপসর্গগুলি হল:

  • প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালা ভাব।
  • ঋজুকরণে সমস্যা।
  • প্রস্রাব অথবা বীর্য দিয়ে রক্ত বেরনো।
  • মলদ্বারে ব্যথা অথবা শ্রোণী, উরু বা পাছার অঞ্চলে।
  • ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়া।
  • প্রস্রাব এক ধারায় শুরু করতে সমস্যা।

এর প্রধান কারণগুলি কি কি?

প্রস্টেট ক্যান্সার হওয়ার প্রধান কারণ স্পষ্ট নয়, তবে এমন অনেক সাধারণ কারণ রয়েছে যা প্রস্টেটে ক্যান্সারের কার্যকরী প্রক্রিয়ার ইঙ্গিতবাহী। ডিএনএ-তে মিউটেশনের ফলে প্রস্টেটে কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধিত হয়, যার ফলে এই অবস্থা দেখা দেয়।

আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল অঙ্কোজিন ও টিউমার সাপ্রেসর জিনের মধ্যে ভারসাম্যহীনতা। অঙ্কোজিন শরীরে ক্যান্সারযুক্ত কোষের বৃদ্ধির জন্য দায়ী আর টিউমারের বৃ্দ্ধি প্রতিরোধ করার জন্য টিউমার সাপ্রেসর জিন সঠিক সময়ে ক্যান্সারযুক্ত কোষের বৃদ্ধিকে মন্থর করা অথবা তাকে নষ্ট করে দেয়।

এটি কিভাবে নির্ণয় এবং চিকিৎসা করা হয়?

প্রস্টেট ক্যান্সারের উপস্থিতির জন্য চূড়ান্ত নির্ধারক এবং সুনিশ্চিত পরীক্ষা হল কোনও মূত্ররোগ বিশেষজ্ঞের করা বায়োপসি।

অন্যান্য পরীক্ষাগুলি হল ডিজিটাল রেক্টাল এক্সাম (ডিআরই) টেস্ট এবং প্রস্টেট-স্পেসিফিক অ্যান্টিজেন (পিএসএ) টেস্ট। তবে, এগুলি প্রস্টেটে ক্যান্সার আছে কি না, তা নিশ্চিত করে না, কারণ বৃদ্ধি অন্য কোনও সংক্রমণের ফলে অথবা ক্যানসারবিহীন বিস্তারের জন্যও হতে পারে।

প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা অধিকাংশ ক্ষেত্রেই সফল হয়। যেসমস্ত ওষুধ এবং চিকিৎসা প্রদান করা হয়:

  • রেডিয়েশন থেরাপি - ডাক্তার গামা-রশ্মির মতো সরাসরি বিকিরণকে ক্যান্সার কোষের ওপর ফেলেন।
  • সার্জারি - এই ধরনের পরিস্থিতিতে প্রাথমিক পর্যায়ে যখন টিউমার ছড়িয়ে পড়েনি এবং ছোটো থাকে, তখন অস্ত্রোপচারের মাধ্যমে বাদ দেওয়ার চেষ্টা করা হয়।
  • কেমোথেরাপি - ক্যান্সার যখন চরম পর্যায়ে পৌঁছে ছড়িয়ে পড়ে, তখন কেমোথেরাপি চিকিৎসার জন্য সহায়ক।
  • ওষুধ - ক্যান্সারযুক্ত কোষের বৃদ্ধি হ্রাস করতে নির্দিষ্ট কিছু ওষুধ দেওয়া হতে পারে।



তথ্যসূত্র

  1. Prostate Cancer Foundation, Santa Monica [Internet]; About Prostate Cancer
  2. National Health Service [Internet]. UK; Prostate cancer.
  3. Prostate Cancer Foundation of Australia [Internet]; What you need to know about prostate cancer
  4. National Cancer Institute [Internet]. Bethesda (MD): U.S. Department of Health and Human Services; Prostate Cancer—Patient Version
  5. National Cancer Institute [Internet]. Bethesda (MD): U.S. Department of Health and Human Services; Treatment Choices for Men With Early-Stage Prostate Cancer
  6. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Prostate Cancer
  7. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Prostate Cancer

প্রস্টেট ক্যান্সার জন্য ঔষধ

Medicines listed below are available for প্রস্টেট ক্যান্সার. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.