প্যারালাইসিস - Paralysis in Bengali

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

May 07, 2019

March 06, 2020

প্যারালাইসিস
প্যারালাইসিস

প্যারালাইসিস কি?

প্যারালাইসিস হল একটা অবস্থা যেখানে শরীরের কিছু বা সমস্ত অঙ্গের সাময়িক বা সম্পূর্ণ সঞ্চালণ বন্ধ হয়ে যায়। এটা হয় মস্তিষ্ক এবং শরীরের পেশিসমূহের মধ্যে সংকেতপ্রেরণ পদ্ধতির আদান-প্রদানগত সমস্যার কারণে। এটি হতে পারে কোনও রোগের কারণে, যেমন পোলিও, স্নায়ুর ব্যাধি অথবা অন্য কারণের জন্য।

এর প্রধান লক্ষণ এবং উপসর্গগুলি কি কি?

মূল উপসর্গ হল শরীরের কিছু অঙ্গ বা শরীরের সমস্ত অঙ্গ নড়াচড়া করার অক্ষমতা। এটির সুত্রপাত হয়তো আস্তে আস্তে বা হঠাৎ করে হয়। উপসর্গগুলি হয়তো মাঝে মাঝে দেখা দিতে পারে। মুখ্যভাবে আক্রান্ত অঙ্গগুলি হল:

  • মুখের অংশ।
  • পায়ের উপরের দিক।
  • একটা পায়ের উপরের বা নীচের দিক (মোনোপ্লেজিয়া)।
  • শরীরের একটা দিক (হেমিপ্লেজিয়া)।
  • দুটো পায়েরই নীচের দিকে (প্যারাপ্লেজিয়া)।
  • চার হাত-পা (কোয়াড্রিপ্লেজিয়া)।

শরীরের সমস্ত আক্রান্ত অঙ্গ কঠিন অথবা আলগা বোধ হতে পারে, সেখানে সংবেদনের অভাব দেখা দিতে পারে বা কখনও কখন সেগুলি বেদনাদায়কও হয়ে উঠতে পারে।

এর প্রধান কারণগুলি কি কি?

প্যারালাইসিসের অন্তর্নিহিত কারণগুলি অনেক এবং এটা সাময়িক বা দীর্ঘকালের জন্য হতে পারে। প্রধান কারণগুলি হল:

প্যারালাইসিসের কিছু সাধারণ কারণ হল:

এটি কিভাবে নির্ণয় করা হয় এবং এর চিকিৎসা কি?

প্যারালাইসিস প্রাথমিকভাবে উপসর্গ দেখে নির্ণয় করা হয়। শারীরিক পরীক্ষার উপর ভিত্তি করে, ডাক্তার কি ধরণের প্যারালাইসিস হয়েছে তা নির্ণয় করেন। ইমেজিং পদ্ধতি, যেমন এমআরআই এবং সিটি স্ক্যান হয়তো করানো হবে মস্তিষ্কের এবং মেরুদণ্ডের বিশদ চিত্র পাওয়ার জন্য এবং স্নায়ুর অবস্থাও পরীক্ষা করে দেখা হয়।

কোন নির্দিষ্ট ওষুধ দেওয়া হয় না। প্যারালাইসিসের চিকিৎসা সাধারণত নির্ভর করে অন্তর্নিহিত কারণের উপর। ওষুধের ব্যবহার ছাড়াই যেসকল পদ্ধতি ব্যবহার করা হয় সেগুলি হল:

  • ফিজিওথেরাপি: যাতে পেশির জোড় বাড়ে এবং পেশির ভর বাড়ে।
  • চলাচল করার জন্য সাহায্য: উইলচেয়ার এবং ব্রেসেস সাহায্য করে রোগীকে স্বাধীনভাবে চলাফেরা করতে।
  • কাজের মাধ্যমে থেরাপি: দৈনন্দিন কাজগুলির দ্বারা সাহায্য।

প্যারালাইসিস হল এমন একটা অবস্থা যা জীবনের মান কমিয়ে দেয় এবং সেই ব্যক্তির আত্ম মর্যাদাও আঘাতপ্রাপ্ত হয়, তাই এর জন্য চাই যথাযথ সমর্থন এবং যত্ন।



তথ্যসূত্র

  1. Cleveland Clinic. [Internet]. Cleveland, Ohio. Paralysis.
  2. Christopher & Dana Reeve Foundation [Internet]; Short Hills, NJ. Stats about paralysis.
  3. National Health Service [Internet]. UK; Paralysis.
  4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Paralysis.
  5. National Health Portal [Internet] India; Faalij (Paralysis).

প্যারালাইসিস জন্য ঔষধ

Medicines listed below are available for প্যারালাইসিস. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.