প্রস্রাবে জ্বালা আর ব্যথা - Painful Urination in Bengali

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

December 12, 2018

May 01, 2023

প্রস্রাবে জ্বালা আর ব্যথা
প্রস্রাবে জ্বালা আর ব্যথা

সারাংশ

আমাদের শরীরে এমন একটি স্বাভাবিক প্রক্রিয়া চলে যার ফলে পায়খানা, প্রস্রাব, এবং ঘামের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ (টক্সিন), বর্জ্য এবং ক্ষতিকর পদার্থ নিষ্কাশিত হয়ে যায়। এই প্রক্রিয়ার অন্যতম হল শরীরের মূত্রনালী, যা একাধিক সমন্বিত প্রত্যঙ্গের সঙ্গে সম্পর্কিত, তার সাহায্যে রক্ত পরিশ্রুত হয় এবং ইউরেথ্রার মধ্য দিয়ে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়ে যায়। প্রস্রাবের সময় কোনও যন্ত্রণা বা অস্বস্তি অনুভূত হলে তাকে প্রস্রাবে জ্বালা আর ব্যথা বলে চিহ্নিত করা হয়। এই অস্বাচ্ছন্দ্যের পিছনে বিভিন্ন কারণের মধ্যে সাধারণত থাকে মূত্রনালী বা শ্রোণিদেশে (পেলভিক অঞ্চলে) সংক্রমণ, শরীরে জলের অভাব বা ডিহাইড্রেশন, বৃক্কে (কিডনিতে) পাথর, টিউমার, ওষুধের ব্যবহার (মেডিকেশন), রেডিওথেরাপি বা অ্যালার্জি। সবচেয়ে সাধারণ উপসর্গ হচ্ছে প্রস্রাব শুরু করা বা প্রস্রাব করাকালীন যন্ত্রণা বোধ হওয়া। তবে এর সঙ্গে আরও কিছু উপসর্গ থাকতে পারে, যেমন দুর্গন্ধ, ইউরেথ্রা থেকে ক্ষরণ, পেলভিক অঞ্চল লাল হয়ে যাওয়া বা সেখানে অস্বস্তি, এবং অন্যান্য উপসর্গ।

প্রস্রাবের সময় যন্ত্রণা প্রতিরোধ করার উপায় হল, সুষম খাদ্য গ্রহণ, প্রচুর তরল পানীয় বা জল খাওয়া, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা, মদ্যপান এবং ধূমপান নিয়ন্ত্রিত করা, এবং বছরে অন্তত একবার শরীর পরীক্ষা করানো। এই চিকিৎসার মধ্যে থাকবে সংক্রমণ, ফুলে যাওয়া, এবং কিডনিতে ছোট পাথরের জন্য ওষুধের ব্যবস্থা এবং টিউমার বা কিডনিতে বড় পাথর থাকলে অস্ত্রোপচার করে তা বাদ দেওয়া। সময়মত চিকিৎসা হলে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াও ত্বরান্বিত হয়। জটিলতা সাধারণত বেশি দেখা যায় না এবং সংক্রমণের পুনরাবৃত্তি, রক্তের সংক্রমণ বা সেপসিস, ক্ষতিগ্রস্ত কিডনি, নির্দিষ্ট সময়ের আগে প্রসব বা জন্মের সময় ওজন কম হওয়া, এবং আরও বিবিধ কারণের জন্য তা হতে পারে।

প্রস্রাবে জ্বালা আর ব্যথা কি - What is Painful Urination in Bengali

গড়ে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ দিনে পাঁচ থেকে ছয়বার প্রস্রাব করে থাকেন এবং সাধারণত দৈনিক 1.2 থেকে 1.5 লিটার প্রস্রাব শরীর থেকে বার হয়। প্রস্রাব শুরুর সময় বা প্রস্রাব চলাকালীন কোনও যন্ত্রণা বা অস্বস্তি অনুভূত হলে তাকে ডাইসুরিয়া (প্রস্রাবে জ্বালা আর ব্যথা) বলে চিহ্নিত করা হয়। মূত্রনালীর সর্বাপেক্ষা লিপিবদ্ধ উপসর্গ এবং রোগের মধ্যে এটি অন্যতম প্রধান।

Chandraprabha Vati
₹310  ₹400  22% OFF
BUY NOW

প্রস্রাবে জ্বালা আর ব্যথা এর উপসর্গ - Symptoms of Painful Urination in Bengali

প্রস্রাবের সময় বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে, সেগুলি নিচে বর্ণিত হল:

  • ব্যথা
    প্রস্রাবে জ্বালা আর ব্যথার উপসর্গ মূলত দেখা যায় প্রস্রাব করাকালীন। প্রস্রাব শুরু সময় বা যতক্ষণ ধরে প্রস্রাব করছেন ততক্ষণ ধরেই আপনি ব্যথা অনুভব করতে পারেন। অধিকাংশ সময়ে সে ব্যথা তীব্র, অস্বস্তিকর এবং অস্বাচ্ছন্দ্যের হয়ে থাকে। প্রস্রাবের পর ব্যথা থাকতেও পারে, নাও থাকতে পারে।
  • জ্বর
    যখন আপনার মূত্রনালী সংক্রমিত হয় তখন আপনার শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। আপনার জ্বর মৃদু হতে পারে বা মাত্রার মধ্যে থাকতে পারে (38.5⁰C-র থেকে বেশি)। আপনার জ্বরের সঙ্গে কাঁপুনি হতে পারে।
  • ঘোলাটে রং বা প্রস্রাবের সঙ্গে রক্ত
    ব্যথার সঙ্গে আপনার প্রস্রাবের রঙে পরিবর্তন দেখতে পারেন। আপনার প্রস্রাব পরিষ্কার, হাল্কা হলুদ বর্ণের না হতে পারে এবং তা ঘোলাটে হতে পারে বা রক্ত মিশে থাকলে তাতে লাল রঙের আভা দেখা যেতে পারে।
  • অতিরিক্ত মাত্রায় পুঁজ/ রক্ত/ অন্য কোনও ফ্লুইড ক্ষরণ 
    কখনও কখনও আপনি প্রস্রাবের সময় বা পরে পুঁজ, রক্ত, অন্য কোনও ফ্লুইডের ক্ষরণ লক্ষ করতে পারেন।
  • গন্ধ
    আপনার প্রস্রাবে কড়া এবং বাজে গন্ধ পেতে পারেন।
  • কতবার প্রস্রাব হচ্ছে
    কিছু ক্ষেত্রে, প্রস্রাবে জ্বালা আর ব্যথার সঙ্গে সংখ্যায় বেশি বার প্রস্রাব করার যোগ থাকে এবং প্রস্রাব করার ইচ্ছা বাড়ে।
  • ফ্ল্যাঙ্ক পেন বা পাঁজরের ব্যাথা
    পাঁজর এবং পেলভিক অঞ্চলের মাঝে (ইলিয়্যাক হাড়ের কাছে; কোমরের হাড়ের একটি অংশ যা দেহের উভয়পার্শ্বেই আছে) যে যন্ত্রণা হয় তাকে ফ্ল্যাঙ্ক পেন বা পাঁজরের ব্যাথা বলে।
  • দাগড়া হয়ে লাল হয়ে যাওয়া বা র‌্যাশ, চুলকানি, পুড়ে যাওয়া
    প্রস্রাবে জ্বালা আর ব্যথার সঙ্গে যদি কোনও সংক্রমণ থাকে তাহলে দাগড়া হয়ে লাল হয়ে যেতে পারে বা র‌্যাশ বেরোতে পারে, পুড়ে যাওয়ার অনুভূতি হতে পারে কারণ আক্রান্ত ব্যক্তির শ্রোণিদেশে (পেলভিক) চুলকানির অনুভূতি হয় এবং তিনি আরাম পাওয়ার জন্য ওই এলাকা চুলকাতে থাকেন।
  • ফোড়া/ ঘা
    যৌন সংসর্গের ফলে সংক্রমণ হলে প্রস্রাবে জ্বালা আর ব্যথার সঙ্গে ফোড়া এবং ঘা দেখা যেতে পারে। যৌনাঙ্গের চারপাশে শ্রোণিদেশে (পেলভিক) এবং পুরুষাঙ্গের ওপরে ফোড়া হয়ে থাকে।

প্রস্রাবে জ্বালা আর ব্যথা এর চিকিৎসা - Treatment of Painful Urination in Bengali

প্রস্রাবে জ্বালা আর ব্যথার চিকিৎসা নিম্নলিখিত চিকিৎসা পদ্ধতির ওপর নির্ভর করে।

চিকিৎসা
যদি কারণ হয়ে থাকে মূত্রনালী বা প্রজনন তন্ত্রে সংক্রমণ, তাহলে আপনার চিকিৎসক কিছু ওষুধ (অ্যান্টিবায়োটিক্স বা অ্যান্টিভাইরাল) নেওয়ার পরামর্শ দিতে পারেন। পরামর্শ মত নির্দিষ্ট সময় ধরে ওষুধ নেওয়ার পর আপনার চিকিৎসক আপনাকে চিকিৎসা চালিয়ে যেতে বলতে পারেন এবং উপসর্গ কমেছে কিনা দেখার জন্য পুনর্বার শারীরিক পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন।

যদি কিডনির পাথরের জন্য সংক্রমণ হয়ে থাকে তাহলে পাথরের আকারের ওপর চিকিৎসা পদ্ধতির পরিবর্তন হবে। যদি কিডনির পাথর ছোট আকারের হয় তাহলে যতক্ষণ না প্রস্রাবের সঙ্গে তা বেরিয়ে যাচ্ছে ততদিন আপনার চিকিৎসক আপনাকে অপেক্ষা করতে বলতে পারেন। কিছু ওষুধ দেওয়া হতে পারে যা পাথরটিকে গলিয়ে দেবে।

অস্ত্রোপচার
যদি কিডনির পাথর বড় আকারের হয়, যদি কোনও বাধার সৃষ্টি হয়, কোনও টিউমার হয়ে থাকে, বা মূত্রনালী সঙ্কুচিত হয়ে থাকে তাহলে আপনার চিকিৎক অস্ত্রোপচারের সাহায্যে সমস্যা সমাধানের পরামর্শ দিতে পারেন।



তথ্যসূত্র

  1. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Urinary Tract Imaging
  2. STD-GOV [Internet]. St SW, Rochester, USA. Painful Urination (Dysuria)
  3. Bueschen AJ. Flank Pain. In: Walker HK, Hall WD, Hurst JW. Clinical Methods: The History, Physical, and Laboratory Examinations. 3rd edition.. 3rd edition. Boston: Butterworths; 1990. Chapter 182.
  4. Hochreiter W . [Painful micturition (dysuria, algiuria). Ther Umsch. 1996 Sep;53(9):668-71.PMID: 8966693.
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Urination - difficulty with flow

প্রস্রাবে জ্বালা আর ব্যথা জন্য ঔষধ

Medicines listed below are available for প্রস্রাবে জ্বালা আর ব্যথা. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Lab Tests recommended for প্রস্রাবে জ্বালা আর ব্যথা

Number of tests are available for প্রস্রাবে জ্বালা আর ব্যথা. We have listed commonly prescribed tests below: